বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় মোবাইল হ্যান্ডসেট আইফোন। বাজারে নতুন মডেলের কোন আইফোন লঞ্চ করার কয়েক দিনের মধ্যে লক্ষ লক্ষ হ্যান্ডসেট বিক্রি হয়ে যায়। আইফোন ব্যবহার কারীরা সবসময় নতুন মডেলের জন্য অপেক্ষা করে। এবার Apple কোম্পানি আইফোন ১৫ প্রো ম্যাএক্সের ঘোষনা দিয়েছে। আর এ নিয়ে সক স্মার্টফোন ব্যবহার কারীদের মধ্য অনেক কৌতূহল রয়েছে। কি কি ফিচার থাকবে iPhone 15 Pro Max এ। কত দাম কবে। আজকে iPhone 15 Pro Max এর স্পেসিফিকেশন ও এর মূল্য সম্পর্কে। IPhone 15 Pro Max সম্পর্কে জানতে চাইলে আশা করি পোষ্টটি আপনার অনেক উপকারে আসবে।
রিলিসের তারিখ(Release Date): ১২ সেপ্টেম্বর Apple ঘোষনা করে ২২ সেপ্টেম্বর'২৩ এর বাজারে লঞ্চ করবে iPhone 15 Pro Max।
কালার (Color): iPhone 15 Pro Max পাওয়া যাবে মোট ৪টি কালার ভেরিয়েন্টে। ব্ল্যাক (কালো) টাইটেনিয়াম, হোয়াইট (সাদা) টাইটেনিয়াম, ব্লু (নীল) টাইটেনিয়াম এবং নেচারাল টাইটেনিয়াম।
ষ্টোরেজ (Storage): iPhone 15 Pro Max এ থাকছে ২৫৬ জিবি রোম - ৮ জিবি র্যাম, ৫১২ জিবি রোম - ৮ জিবি র্যাম, ১ টেরা রোম - ৮ জিবি র্যাম। কোন External Memory স্লট নেই।
ডিসপ্লে (Display): iPhone 15 Pro Max এ থাকছে ৬.৭ ইঞ্চির বিশাল ডিসপ্লে। 1290x2796 পিক্সেল। 19.5:9 রেশিও (৪৬০ PPI Density)।
অপারেটিং (Operating): আইফোন ১৫ প্রো ম্যাক্সে রয়েছে iOS17 অপারেটিং সিষ্টেম, Apple A17pro চিপসেট, 2x3.78 প্রসেসর।
সিম কার্ড (Sim Card): আইফোন ১৫ প্রো ম্যাক্সে ব্যবহার করা যাবে ডুয়েল নেনো সিম ও ই-সিম।
নেটওয়ার্ক (Network): iPhone 15 Pro Max 2G, 3G, 4G ও 5G সাপোর্ট করবে।
ক্যামেরা (Camera): আইফোন ১৫ প্রো ম্যাক্সের পেছনে থাকছে কোয়াড কোর ক্যামেরা সেট-আপ। ৪৮ মেগাপিক্সেল রেয়ার, ১২ মেগাপিক্সেল পেরিষ্কোপ টেলিফটো ও ১২ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড। 4K ভিডিও রেকর্ডিং। ১২ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সাথে 4K ভিডিও রেকর্ডিং ফিচার।
ব্যাটারি (Battery): আইফোন ১৫ প্রো ম্যাক্সে 4422mSh এর লিথিয়াম আয়ন ব্যাটারি দেয়া হয়েছে। মাত্র ৩০ মিনিটে ৫০% চার্জ। ওয়ারলেস 15W (Magsafe) ও 7.5 (Qi)।
যদিও বাংলাদেশে এখনও iPhone 15 Pro Max এর অফিসিয়াল দাম ঘোষনা করা হয়নি। তবে এর USA প্রাইস $1,199 ডলার। বাংলাদেশে প্রায় ১,৩২,০০০৳ বা এর কম বেশি হতে পারে। আপনার বাজেট যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে iPhone 15 Pro Max হতে পারে আপনার সেরা বাজেট ফোন।
Keywords: iPhone 15 pro max. iPhone 15 pro max price in Bangladesh. iPhone 15 Pro Max এর দাম। iphone 15 pro max bd price. iphone 15 bd price.
0 মন্তব্যসমূহ