ইউটিউবে সবচেয়ে বেশি ভিউস হয় কার্টুন ভিডিওতে৷ ছোট থেকে বড় আমরা সবাই কার্টুন দেখতে খুব পছন্দ করি। আপনি যদি ইউটিউবে একটি চ্যানেল বানিয়ে কার্টুন ভিডিও আপলোড করেন তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে৷ আর খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আপনি নিজে একবার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন কার্টুন ভিডিওতে লক্ষ লক্ষ ভিউস আসে। কাহিনী থেকে শুরু করে ছোট ছোট জোক্স ভিডিও বানিয়ে চ্যানেল আপলোড করলে কিছু দিনের মধ্যেই সেই চ্যানেল মনিটাইজ করা সম্ভব। আর মনিটাইজ হলে আপনার একাউন্টে শুধু টাকা আর টাকা। কথা হচ্ছে যদি তারা পারে তাহলে আপনি পারবেন না কেনো?
এখন অনেকে বলতে পারেন কার্টুন ভিডিও বানাতে হলে গ্রাফিক্স এর কাজ বা 3D এনইমেশন কাজ শিখতে হয়। AI (Artificial Intelligence) এর এই যুগে এসে আপনি এই কথা বললে আমি বলবো এখনও আপনি বোকার সর্গে বাস করছেন। এখন ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে হলে নিজে পরিশ্রম করতে হয় না। AI ব্যবহার কিরে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইউটিউবের জন্য যেকোন ধরনের ভিডিও বানানো সম্ভব। ঠিক তেমন ভাবে কার্টুন ভিডিও বানানোর জন্য আপনাকে 3D এনিমেশন শিখতে হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে AI ব্যবহার করে সুন্দর ও কয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে পারেন এবং মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আজ আপনাদের শেখাবো কিভাবে AI Tools ব্যবহার করে ইউটিউব চ্যানেলের জন্য কোয়ালিটি সম্পন্ন ও মনিটাইজেশন পাওয়ার মত ভিডিও বানাবেন।
প্রথমে আপনাকে নিচে দেয়া সাইটে ক্লিক করে Google Account দিয়ে একটা আইডি খুলতে হবে। আইডি খোলা হলে নিচে ভিডিওটি দেখে মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন আপনার চ্যানেলের জন্য কোয়ালিটি সম্পন্ন কার্টুন ভিডিও।
Site Link: CLICK HERE
Follow:
Facebook : Emon Bhuiyan
Page : Android Teacher
Telegram : Earn with Android Teacher
0 মন্তব্যসমূহ