পুরুনো ও অব্যবহৃত স্মার্টফোন দিয়ে কি কি করা যায়?

পুরুনো ও অব্যবহৃত স্মার্টফোন দিয়ে কি কি করা যায়?




সময় যত যাচ্ছে প্রযুক্তি তত আপডেট হচ্ছে। এর সাথে পাল্লা দিয়ে আপডেট হচ্ছে স্মার্টফোন। আবিষ্কারের শুরুতে মোবাইল ছিলো শুধু মাত্র কথা বলা আর মেসেজ আদান-প্রদান করার যন্ত্র। তবে এখন মোবাইল দিয়ে কি করা যায় না তাই খুজে পাওয়া যাবে না। কিছু দিন পর পর মোবাইল কোম্পানিগুলু ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনায় রেখে স্মার্টফোনে অত্যাধুনিক ফিচার যুক্ত করছে। আর তাই পুরুনো মোবাইল অকেজো হয়ে যাচ্ছে। নতুনের আড়ালে হারিয়ে যাচ্ছে পুরুনো ফোনের ব্যবহার। তবে আপনি আপনার অব্যবহৃত পুরুনো স্মার্টফোন ঘরে ফেলে না রেখে কাজে লাগাতে পারেন। এমনই কিছু আইডিয়া শেয়ার করবো, চাইলে কাজে লাগাতে পারেন।




১) সিসি ক্যামেরাঃ বর্তমান সময়ে নিরাপত্তার সার্থে ক্লোস সার্কিট (CC) ক্যামেরা ব্যবহার বারছে। বাসা, অফিস বাড়ি সব জায়গায় এখন সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। তবে এই সিসি ক্যামেরা সেট-আপ ব্যয় সাপেক্ষ। এ ক্ষেত্রে কাজে লাগান আপনার বাসায় পরে থাকা পুরুনো স্মার্টফোন। বাসার বাইরে গেলে পুরুনো মোবাইলকে সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করুন। সেই ভিডিও সরাসরি দেখতে পাবেন অন্য যেকোন ডিভাইসে। 




২) এক্সটার্নাল স্টোরেজঃ অব্যবহৃত স্মার্টফোন হতে পারে এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস। 64 বা 128 জিবি রোম বা তার বেশি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন স্মার্টফোন এক্সটার্নাল স্টোরেজ থেকে কোন অংশে কম হবে না। আপনার খুব জরুরী ডাটা বা অতি ব্যাক্তিগত যেকোন ডাটা সংরক্ষন করতে পারেন পুরুনো মোবাইলে।


৩) ওয়াইফাই রাউটারঃ অব্যবহৃত স্মার্টফোন হতে পারে ওয়াইফাই রাউটার। একটা সিমে মাসিক/সাপ্তাহিক ইন্টারনেট ক্রয় করে পার্সোনাল হট-স্পট চালু করে বাড়ির সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এতে ইন্টারনেট স্পিডের কোন তারতম্য ঘটবে না।


৪) গেমিং/মুভি ডিভাইসঃ যারা গেম খেলতে ও মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য অব্যবহৃত স্মার্টফোন হোম থিয়েটার হিসেবে কাজ করবে। গেম/মুভি আমরা সাধারনত বাড়িতেই দেখি। তাই নিজের মোবাইলে গেম না খেলে ও মুভি না দেখে পুরুনো মোবাইল দিয়ে দেখতে পারেন। এতে আপনার মোবাইলের উপর থেকেও অনেকটা চাপ কমবে।




৫) ছোট বাচ্চাদের খাওয়ানোর সময় এখন মোবাইল অত্যাবশকীয় ডিভাইস। যদিও বাচ্চাদের মোবাইল দেখানো উচিৎ না। তারপরেও খুব জরুরী প্রয়োজনে যদি দিতেই হয়ে পুরুনো স্মার্টফোনটি দিয়ে কাজ চালিয়ে যান। ঝড়-ঝাপটা যায় এটার উপর দিয়েই যাক।


এছাড়াও অব্যবহৃত স্মার্টফোনের আরও অনেক ব্যবহার রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহারের ক্ষেত্র খুজে নিন। পুরুনো স্মার্টফোন ব্যবহার করলে আপনার বর্তমান ব্যবহৃত মোবাইলের উপর থেকে অনেকটাই চাপ কমবে। এতে করে নতুন ডিভাইসের আয়ুকাল বাড়বে।



Follow:

Facebook   : Emon Bhuiyan

Page            : Android Teacher

Telegram   : Earn with Android Teacher

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ