![]() |
AI image |
স্মার্টফোন চুরি হওয়া স্বাভাবিক বেপার, চুরি হওয়া কেউ ঠেকাতে পারবে না। তবে চুরি হওয়ার পর আসল সঙ্কা হলো মোবাইলে থাকা তথ্য ও একাউন্ট। চুরি হলে মোবাইল কেনা যায় তবে তথ্য হারিয়ে গেলে অপূরনীয় ক্ষতি হয়ে যায়। তাই মোবাইলের সাথে চোরের কাছে যাতে তথ্য না যায় এজন্য তিনটি সেটিংস করে খুব জরুরি। হয়তো এই সেটিংসগুলু চালু রাখলে চোর আপনার মোবাইল ফিরত দিয়েও যেতে পারে 😜।
চোর যেন ফোন বন্ধ করতে না পারে (Power Off Lock)
চোর মোবাইল চুরি করে সবার আগে মোবাইল বন্ধ করে দেয়। মোবাইল বন্ধ করে দিলে তাৎক্ষনিক সেটা পাওয়া কোন সম্ভাবনা নেই। তাই চোর যাতে মোবাইল বন্ধ করতে না পারে এজন্য মোবাইলে একটি সেটিং করে রাখতে হবে। এই সেটিং অন করলে চোর সাহেব যতবার মোবাইল বন্ধ করতে চাইবে ততবার মোবাইলের পাসওয়ার্ড/পেটার্ন চাইবে। যেহেতু আধুনিক স্মার্টফোনে নন-রিমুভেবল ব্যাটারি তাই ব্যাটারি খোলে বন্ধ করারও কোন সুযোগ নেই।
ফ্লাইট মোডেও চোর ব্যর্থ হবে
মোবাইল তো বন্ধ করতে পারবে না, যদি Flight Mode অন করে দেয়? খুবই দরকারি প্রশ্ন, চোর না হয় ফোন বন্ধ করতে পারলো না, তবে ফ্লাইট মুড করে দিলে? ফ্লাইট মুড অন করে দিলেতো মোবাইলে কল ঢুকবে না। না, চোর এটাও পারবে না। একটা সেটিং করে দিলে মোবাইলকে ফ্লাইট মুডে দেয়া সম্ভব না।
ফোন অফলাইন হলেও ট্র্যাক করতে পারবেন
তর্কের খাতিরে মেনে নিলাম চোর বাবাজি মোবাইল ফ্লাইট মুড অন করে দিলো। তাহলেই মোবাইল খুজে পাওয়া যাবে না, সখের মোবাইলটির আশা ছেড়ে দিবেন? এটার সমাধানও আমাদের কাছে আছে। মোবাইল ফ্লাইট মুড করলে নেটওয়ার্ক থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। নেটওয়ার্ক বিছিন্ন হলেও মোবাইলটি খুজে পাবেন। এজন্য মোবাইল থেকে Ofline Find My Device অপশনটি চালু করে দিতে হবে।
এই তিনটি সেটিংস একবার করলেই আপনি থাকবেন নিশ্চিন্ত
উপরের তিনটি সেটিং ভিডিওতে দেখানো হয়েছে। দেখানো ধাপ অনুসরন করুন এবং আপনার মোবাইলে এই তিনটি সেটিংস চালু করে রাখুন।
0 মন্তব্যসমূহ