মোবাইল স্লো হওয়ার কারণ কী? মোবাইল ফাস্ট করার উপায়
![]() |
source: pixabay |
দিন দিন ব্যবহারের পর হাতের স্মার্টফোন স্লো হয়ে যায়। মোবাইলের অ্যাপ খুলতে গেলে ফোনে হ্যাং বা স্লো কাজ করে। ইন্ট্ররনেট স্লো কাজ করে। স্লো স্মার্টফোন অপারেট করা খুবই বিরক্তিকর অভিজ্ঞতা। এধরনের অভিজ্ঞতার সম্মুখীন আপনি হয়ে থাকলে চিন্তার কিছু নেই। আজকে জানাবো স্মার্টফোন স্লো কাজ করলে সমাধান কিভাবে করতে হয়। স্মার্টফোন ফাস্ট করার ১০টি কার্জকরী টিপ্স।
✅ ১. অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা
আমাদের স্মার্টফোনে এমন কিছু অ্যাপ ইনষ্টল করে যেটা পরবর্তীতে ব্যবহার করা হয় না। কিন্তু অ্যাপ ঠিকি রয়ে যায়। স্পবার ফোনেই এমন কিছু অ্যাপ থাকেই। এই অ্যাপ মোবাইলের RAM দখল করে রাখে ও ব্যাকগ্রাউন্ডের রান করতে থাকে। যার ফলে মোবাইল স্লো হয়ে যায়। তাই অব্যবহৃত অ্যাপ ডিলিট করতে হবে
সমাধান:
- অব্যবহৃত অ্যাপ unistall করুন।
- Play Stor > Apps or Application Management > uninstall
✅ ২. ক্যাশ (Cache) ডাটা ক্লিয়ার করুন
স্মার্টফোনে থাকা প্রত্যেক অ্যাপ ব্যবহার করলে বা ব্যাকগ্রাউন্ডে রান করা থাকলে ক্যাশ ডাটা জমা হয়। যেহেতু এই ক্যাশ ডাটা র্যামে জমা হয় তাই মোবাইল স্লো কাজ করে। ক্যাশ ডাটা বেশি জমা হলে মোবাইলের পারফর্মেন্স কমে যায়। তাই নিয়মিত ক্যাশ ডাটা ক্লিয়ার করতে হবে।
সমাধান:
- Settings > Storage > Cache Data > Clear
- Setting > Apps > Select app > Storage > Clear Cache
✅ ৩. স্টোরেজ খালি করা
মোবাইলের Internal Storage যদি ফুল হয়ে যায় তখন নতুন ফাইল স্টোর করা ও অ্যাপ চালু করতে RAM এর উপর অতিরিক্ত চাপ পরে। ফল সরূপ স্মার্টফোন স্লো হয়ে যায়। নিয়মিত মোবাইলের Internal Storage খালি করতে হবে।
সমাধান:
- অপ্রয়োজনীয় ছবি/ভিডিও/ফাইলে ডিলিট করে ফেলুন।
- Whatsapp মিডিয়া ফোল্ডার ক্লিয়ার রাখুন।
- Google Drive/Photos/Cloud Storage এ ব্যাকআপ করে ফাইল ডিলিট করে ফেলুন।
✅ ৪. আটো-স্টার্ট অ্যাপ বন্ধ করুন
মোবাইলের কিছু অ্যাপ আটো-স্টার্ট অবস্থায় থাকে। এই অ্যাপ গুলু প্রতিনিয় RAM ব্যাস্ত রাখে ও ব্যাটারি কিল করে। তাই ব্যাকগ্রাউন্ডে রান হওয়া সকল অ্যাপ বন্ধ করে দিতে হবে।
সমাধান:
- Settings > Apps > Permission > Autostart
অপ্রয়োজনীয় অ্যাপ গুলু বন্ধ করে দিন। স্মার্টফোনের ব্রান্ড ভেদে Settings টি অন্য কোন অপশনে থাকতে পারে।
✅ ৫. স্ক্যাল অ্যানিমেশন (Scale Animation) বন্ধ করুন
মোবাইলের এক অপশন থেকে অন্য অপশন বা পেজে গেলে Animaion কাজ করে। যাকে Scale Animation বলে। এই অ্যানিমেশন মোবাইলের র্যাম ব্যবহার করে। এটি বন্ধ করে দিলে ফোনের অপারেশনাল সক্ষমতা বাড়ে।
সমাধান:
- Settings > About Phone > Build Number ৭ বার টাচ করলে → Developer Mode চালু হবে।
- Settings > Developer Options > থেকে নিচের তিনটি অপশন বন্ধ করুন:
- Windows animation scale
- Transaction animation scale
- Animator duration scale
- Facebook Lite
- Messenger Lite
- Youtube Go
- Gmail Go
- Settings > System > Software update > Check for update
0 মন্তব্যসমূহ