WhatsApp-এ ছড়াচ্ছে Fatboy Panel ম্যালওয়ার: সতর্ক হোন এখনই!

WhatsApp-এ ছড়াচ্ছে Fatboy Panel ম্যালওয়ার: সতর্ক হোন এখনই!


AI image


সম্প্রতি প্রায় আড়াই হাজার কোটি স্মার্টফোনের ছড়িয়ে পরেছে 'ফ্যাটবয় প্যানেল' নামের মারাত্মক ম্যালওয়ার। প্রতারকেরা এই ম্যালওয়ার করে সরকারি কর্মকর্তা ও ব্যাংক প্রতিনিধির ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছে স্প্যাম লিঙ্ক পাঠাচ্ছে। এই লিঙ্কে ক্লিক করলে স্মার্টফোনে একটি APK ফাইল ডাউনলোড ও ইন্সটল হয়ে যায় এবং সেই ফোনের নিয়ন্ত্রন নিয়ে নেয়।


ইন্সটল হওয়ার পর ম্যালওয়ারটি নিজেত আইকন হাইড করে ফেলে। এর ফলে ব্যবহারকারী জানতেই পারে না তার ফোনে এমন কোন অ্যাপ আছে।  শুধু তাই নয়, ম্যালওয়ারটি স্বয়ংক্রিয়ভাবে গুগল প্লে প্রোটেকশন বন্ধ ক্করে দেয় যাতে ব্যবহারকারীরা ম্যালওয়ারটিকে খুজে না পায়।


ম্যালওয়ারটি ফোনের নিয়ন্ত্রন নেয়ার পাশাপাশি ফোনে আশা One Time Password (OPT) সংগ্রহ করতে পারে ও মোবাইলের সকল আর্থিক লেনদেন করতে পারে। এখনও অনেক ব্যবহারকারী অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক নয়। প্লে স্টোর ছাড়া অন্য সাইট থেকে ঝুকি পূর্ন APK ডাউনলোড করে ব্যবহার করে।


সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে -

→ অপিরিচিত কোন নাম্বার থেকে যেকোন প্রকার লিঙ্ক আসলে লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

→ অহেতুক সংবেদনশীল ও গুরুত্বপূর্ন তথ্য মেসেজের মাধ্যমে শেয়ার না করা।

→ প্লে স্টোর ছাড়া থার্ডপার্টি সাইট থেকে APK সাইল ডাউনলোড না করা।

→ সব সময় গুগল প্লে প্রোটেকশন চালু করে রাখা।

→ যেকোন অ্যাপ ইন্সটল করার সময় মোবাইলে '⚠️Warning⚠️' আসলে অ্যাপ ইন্সটল না করা।


সামান্য একটু সতর্কতা ব্যবহারকারীদের বড় ধরনের ঝুকি থেকে রক্ষা করতে পারে। প্রয়োজনে সাইবার এক্সপার্টের পরামর্শ নেয়া যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Youtube Channel Image
Android Teacher ইনকাম ভিডিও দেখুন
Subscribe