যেভাবে এনন্ড্রোয়েড মোবাইলের sms-call history ব্যাকআপ দিতে হয়

যেভাবে এনন্ড্রোয়েড মোবাইলের sms-call history ব্যাকআপ দিতে হয়

 Android Teacher: SMS বা বার্তা। মোবাইলে আবিস্কারের পর থেকেই তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা যতই অনলাইন ভিত্তিক চ্যাট অথবা কল করি না কেনো। মুঠো ফোনের বার্তা পাঠানোর গুরুত্ব কমেনি বিন্দু মাত্র।



কিন্তু প্রতিদিন অপ্রয়োজনীয় SMS এর ভীরে হারিয়ে যায় অনেক দরকারি মেসেজ। আর প্রয়োজনের সময় সেই মেসেজগুলু খুজে পাওয়া যায় না। তাহলে এমন কোন উপায় আছে কি, যার মাধ্যমে মোবাইলের সকল SMS এমন কোন জায়গায় সংরক্ষন করা যায়, যেনো যেকোন সময় যে কোন প্রয়োজনে SMS পাওয়া যাবে?

মোবাইলে SMS ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন। এই ব্যাকআপ যাবে Google Drive-এ। তাই হারিয়ে যাবার কোন ভয় নেই।

প্রথমে Play Store থেকে SMS Backup & Restore  নামের একটি Insall করুন। Open করে Get start এ ক্লিক করবেন এবং SET UP A BACKUP এ ক্লিক করুন। এটা SMS  পাশাপাশি আপনার মোবাইলের Call History Backup করবে।

তাই এখন থেকে SMS হারানোর ভয় নয়।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ