এন্ড্রোয়েডে Screenshot নেয়ার সঠিক নিয়ম

এন্ড্রোয়েডে Screenshot নেয়ার সঠিক নিয়ম

 যে ফিচার আপনার মোবাইলে আছে এর জন্য আপনি কেনো কোন অ্যাপ ব্যবহার করবেন? এখন আপনি বলতে পারেন, Screenshot দিতে হলে Power & Volume Button" "এই দুটি Button যাতে নষ্ট না হয় তাই আপনি অ্যাপ ব্যবহার করতে চাচ্ছি। খুব ভালো যুক্তি। কিন্তু একবার খেয়াল করে দেখবেন, Third Party app গুলুতে সব সময় বিজ্ঞাপন চলমান থাকে। যা খুবই বিরক্তিকর। সবচেয়ে বড় কথা, এই ধরনের অ্যাপ ব্যবহার করতে হলে মোবাইলের অনেক গোপন তথ্যের Permission দিতে হয়।

এসব শুনে আপনি হয়তো বলবেন যে, "তাহলে আমার সমাধান কি"?

আপনার সমাধান, এখন থেকে Screenshot নিতে হলে Power & Volume Button ব্যবহার করতে হবে। শুধু মাত্র মোবাইলে একটা সেটিং করে Touch করার মাধ্যমে Screenshot নিতে পারবেন।

ফিচারটি চালু করার ধাপ

Settings-Accessibilty-Install Services-Accessibilty Manu-on

Accessibilty Manu-on করলে অনেক গুলু ফিচার আপনার মোবাইলে Screen এ পাবেন। সবগুলু ফিচার সম্পর্কে জানতে ভিডিওটি দেখতে পারেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ