ব্লগের জন্য কপিরাইট ফ্রি ছবি কোথায় পাবেন?

ব্লগের জন্য কপিরাইট ফ্রি ছবি কোথায় পাবেন?

আগে কনটেন্ট রাইটাররা ব্লগে লিখে আয় করতো। কিন্তু যখন তারা বুঝতে পারলো তাদের লেখা আর্টিকেল খুবই মান সম্মত, তাই অন্যের জন্য না লিখে নিজেরাই ব্লগিং শুরু করছে। লিখতে লিখতে যে দক্ষতা তাদের ভিতর তৈরি হয়েছে, সে দক্ষতাকে পুজি করে নিজেই ব্লগিং করছে। যাদের আর্টিকেল লেখায় দক্ষতা আছে তারা খুব দ্রুত ব্লগিং করে সফল হতে পারে। নিজেদের মৌলিক লেখা দিয়ে পাঠকদের মন জয় করে নিচ্ছে।

How to download copyright free images


কিন্তু ব্লগিং করতে গিয়ে বেশিরভাগ ব্লগারের কাছ থেকে এই ধরনের একটা প্রশ্ন আছে, ব্লগারের জন্য কপিরাইট ফ্রি ছবি কোথায় পাবে। অনেকে না যেনে গুগল থেকে সরাসরি ছবি ডাউনলোড করে ব্লগপোষ্টে ব্যবহার করে। যার কারনে ব্লগে কপিরাইট স্ট্রাইক আসে। অত:পর ব্লগার সাইটটি ব্লক করে দেয়া হয়।

তবেকি আপনি ব্লগিং করবে না? অন্যরা কিভাবে করছে?

অন্যরা যেমন পারছে আপনিও পারবেন। এরকম শত শত ওয়েবসাইট আছে  যেখানে মিলিয়ন মিলিয়ন কপিরাইট ফ্রি ছবি পাবেন। ব্লগ পোষ্টের সাথে সামঞ্জস্য রেখে যেকোন ছবি ডাউনলোড করে ব্লগে ব্যবহার করতে পারবেন।

আমি কয়েকটি ওয়েবসাইটে নাম দিয়ে দিচ্ছি। 

pixabay

Pixels

unspash

freeimages

stocksnap

এছাড়াও গুগলে সার্চ করলে আরো অনেক  সাইট পাবেন। নিশ্চিন্তে এই সাইট থেকে ছবি ডাউনলোড করে ব্লগে ব্যবহার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ