গুগলে ব্লগ খুজে পাওয়া যায়না কেনো | সমাধান

গুগলে ব্লগ খুজে পাওয়া যায়না কেনো | সমাধান

উত্তর দেয়ার আগে index সম্পর্কে ধারনা দেই।

যারা ব্লগ সাইট চালায় তাদের সব সময় একটা প্রশ্ন থাকে গুগল এ তাদের পোষ্ট বা ব্লগ সার্চ করলে খুজে পাওয়া যায় না কেনো?

how to index blog in google


একটা উদাহরন দিয়ে শুরু করি। আমরা বাংলাদেশের নাগরিক। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আমাদের একটা জাতীয় পরিচয় পত্র দেয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সরকারের একটা ওয়েবসাইট আছে, যেখানে আমার নাম, ঠিকানা, পরিচয় সহ সমস্ত তথ্য হাল নাগাদ করা আছে। সুতরাং, যে কোন সময় সেই ওয়েবসাইটে আমামে সার্চ করলে খুজে পাওয়া যাবে। এখন যদি ওয়েবসাইটে আমার তথ্য হাল নাগাদ করা না থাকে, তাহলে কিভাবে আমাকে খুজে পাবে? কোন ভাবেই না।

ঠিক একই ঘটনা ঘটে ব্লগের বেলায়। আপনার ব্লগ ও ব্লগ পোষ্ট গুগলে সার্চ করে পেতে হলে আগে গুগলে হাল নাগাদ করতে হবে। ব্লগিং এর ভাষায় যাকে বলা হয় INDEX। অর্থাৎ গুগলে যখন ব্লগ/ব্লগ পোষ্ট index করবেন তখন গুগলের সার্চ করলে খুজে পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ