ভিডিওতে Watch Time না আসার মূল কারন

ভিডিওতে Watch Time না আসার মূল কারন

ইউটিউব ভিডিওতে শেয়ার নামের একটা অপশন আছে। এই শেয়ার অপশন দেয়ার মূল কারন হচ্ছে, আপনার ভিডিও যারা দেখবে তাদের কাছে ভাল লাগলে ভিডিওটি শেয়ার করবে। তবে নতুন ইউটিউবার যারা, তারা নিজেদের ভিডিওতে ভিউ আনার জন্য বিভিন্ন জায়গায় শেয়ার করে। হতে পারে সেটা Whatsapp Group, facebook, messenger অথবা যেকোন সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। হ্যাঁ, নিজের ভিডিও শেয়ার করে ভিউ অর্জন করা ইউটিউব Community Guideleines এর মধ্যে পরে না। কিন্তু এই শেয়ারের করার ক্ষেত্রে মারাত্তক একটা ভুল করে থাকি।

মনে করুন, আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন। সেই ভিডিওতে ভিউ আনার জন্য বড় কোন সোস্যাল প্লাটফর্মে শেয়ার করলেন। এবার ভিডিওতে ২০০-৩০০ ভিউ এসেছে। আপনি দেখেতো খুবই খুশি। কিন্তু এই কাজটি করলে আপন্র ভিডিও view Freeze হয়ে যাবে। মানে শেয়ার করা বন্ধ করে দিলে ভিউ আসা বন্ধ হয়ে যাবে।

কারন, যে বিষয়ের উপর আপনি ভিডিও বানিয়েছেন সেটা সবার কছে গ্রহনযোগ্যতা পায়নি।

কেন? ধরে নিন আমি সে গ্রুপের সদস্য। আপনার ভিডিও হচ্ছে সাইন্স বিষয়ক, কিন্তু আমি আগ্রহ হচ্ছে ইতিহাস। আমি ভিডিওতে ক্লিক করলেও পুরু ভিডিও দেখবো না। এভাবে ভিডিও শেয়ার করলে আপনার ভিডিও ভাইরাল হবে না।

ভিডিও ভাইরাল করার জন্য সঠিকভাবে SEO করতে হবে। কিভাবে SEO করবেন পরটে ক্লিক করুনঃ 

কি করলে ভিডিও ভাইরাল হয় | Android Teacher

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ