কিভাবে মোবাইলের অ্যাপ লুকিয়ে রাখবেন?
স্মার্টফোন কাছে দিলে আপনি হয়তো দুশ্চিন্তায় থাকে এই বুঝি আপনার গ্যালারিতে ঢুকে ছবি ভিডিও দেখছে, অ্যাপে প্রবেশ করছে এমন শঙ্কা সবার ভেতর কাজ করে৷ এজন্য মোবাইল প্যাটার্ন লক সহ অ্যাপ লক করার মত ভিবিন্ন পদ্ধতি সবাই কাজে লাগিয়ে থাকে। মোবাইল ও অ্যাপ লক করা থাকলে কেউ আমাদের মোবাইলের ভেতরের কোন কিছুই দেখতে পাবে না।
এতো শুধু অপরিচিত মানুষের ক্ষেত্রে। যদি পরিচিত কোন মানুষ আপনার মোবাইল কোন বিশেষ প্রয়োজনে হাতে নেয় তখন মোবাইলে থাকা যেকোন অ্যাপে ঢুকতে পারবে। আর দেখতে পারবে কোন কোন অ্যাপ আপনি ব্যবহার, করেন কি ধরনের অ্যাপ ব্যবহার করেন। এতে আপনার গোপনীয়তা অন্যের কাছে উন্মোচন হয়ে যায়।
তাই সবার উচিৎ অ্যাপ লক না করে হাইড বা লুকিয়ে রাখা। তাহলে কেউ বুঝতে পারবে না আপনার মোবাইলে কি অ্যাপ আছে। অনেকের ধারনা অ্যাপ লক করার জন্য থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু না, কোন আপ্লিকেশন ছাড়াই মোবাইলের সকল অ্যাপ লক করা যায়।
প্রথমে আপনার মোবাইলের মেনুতে টাচ করুন। এবার উপরে ডান পাশে থ্রি-ডট এখানে টাচ করুন। এরপর Settings এ টাচ করুন। তারপ নিচে 'Hide apps' নামে একটা অপশন পাবেন Hide apps এ টাচ করে দিন। এখন আপনার মোবাইলের সব অ্যাপ দেখাবে। এসব অ্যাপ থেকে যে অ্যাপগুলু Hide করে রাখতে চান সেই অ্যাপ বাছাই করুন এবং Ok তে টাচ করুন। এখন থেকে লুকানো/Hide করা অ্যাপ মেনুতে দেখা যাবে না।
Hide/লুকানো অ্যাপ ব্যবহার করতে উপরে ধাপ অনুসরন করে অ্যাপে টাচ করলেই ব্যবহার করতে পারবেন। যদি অ্যাপগুলু পুনরায় মেনুতে নিয়ে যেতে চান তাহলে একই ধাপে অ্যাপ Unhide করুন।
ভিডিওঃ
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ