Oppo k13 5g
মিডরেঞ্জ বাজেটে একটা স্মার্টফোনে কত কিছু থাকতে পারে তারই জ্বলন্ত উদাহরন হচ্ছে Oppo k13 5g। Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসরের সাথে 6000 mm2 Graphite + 5700mm2 VC cooling system। Oppo k13 5g ফোনটির স্পেসিফিকেশন দেখার আগে এর কিছু অসাধারন ফিচার নিয়ে কথা বলা যাক। এই ফোনে আলাদাভাবে একটি গেমিং এন্টেনা যুক্ত করা হয়েছে এতে কর করে গেম খেলার সময় কোন ধরনের নেটওয়ার্ক ইস্যু হবে না। অন্যান্য ফোনের মত প্রসেসর ঠান্ডা রাখার জন্য ভেপার কুলিং দেয়া হয়েছে। Oppo k13 5g এ ক্যামেরায় ৪টি Special AI ফিচার রয়েছে, AI Clarity Enhancer, AI Unblur, AI Reflaction Remover এবং AI Eraser।
চলুন দেখে নেয়া যাক Oppo k13 5g ভেতরে কি কি আছে এবং এর সম্ভাব্য প্রাইস কত হবে? সম্ভাব্য কেনো বললাম? কারন ২৫ এপ্রিল এই মডেলটি রিলিজ হবে।
0 মন্তব্যসমূহ