বর্তমান সময়ে গুগল শুধু সার্চ ইঞ্জিন নয়, বরং লক্ষ মানুষের জীবিকার উৎস হয়ে উঠেছে। অনেকেই মনে, গুগল থেকে আয় মানেই ইউটিউব বা ওয়েবসাইট, কিন্তু বিষয়টা তার থেকেও অনেক বিস্তৃত। গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করে আপনি সহজেই ঘরে বসে ইনকাম করতে পারেন। আসুন, একে একে জেনে নেয়া যাক গুগল থেকে আয় করার ৮টি জনপ্রিয় উপায়।
Google AdSense
প্রথমেই বলতে হয় গুগল অ্যাডসেন্স এর কথা। ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে মানুষ নিয়মিত ভিজিট করে, বা একটি ইউটিউব চ্যানেল আছে যেটিতে ভিডিও আপলোড করেন। গুগল আপনার কনটেন্টে বিজ্ঞাপন দেখাবে, আর সেই বিজ্ঞাপন থেকে আপনি আয় করবেন। অনেকেই শুরুতে দিনে কয়েক ডলার আয় করেন, কিন্তু ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলে একটা সময় প্যাসিভ ইনকাম করা সম্ভব।
ভিডিও কনটেন্টের কথা আসলে ইউটিউবকে বাদ দেওয়া যায় না। বর্তমানে হাজার হাজার তরুণ ইউটিউবকে ফুলটাইম ক্যারিয়ার হিসেবে নিয়েছে। একটি চ্যানেল খুলে নিয়মিত ভিডিও বানানো, দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখা, এবং ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়ানো, এসবের মাধ্যমেই আয় শুরু হয়। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন আসবে এবং সেখান থেকেই উপার্জন হবে। এর পাশাপাশি স্পন্সরশিপ, প্রোডাক্ট রিভিউ, এমনকি অ্যাফিলিয়েট লিঙ্ক থেকেও আয় করা সম্ভব।
Blogger
যারা লেখালিখি করতে ভালোবাসেন, তাদের জন্য আছে Blogger বা Blogspot। গুগলের এই ফ্রি প্ল্যাটফর্মে কয়েক মিনিটেই নিজের ব্লগ তৈরি করা যায়। অনেকেই তাদের অভিজ্ঞতা, টিপস বা রিভিউ লিখে থাকেন। ব্লগে যদি নিয়মিত পাঠক আসে, তখন সেখানেও অ্যাডসেন্স বসানো যায় এবং ধীরে ধীরে ভালো ইনকাম হয়। ঠিক যেমন আপনারা আমার ব্লগে ভিসিট করে এই পোষ্ট পড়ছেন। এই ব্লগে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম হচ্ছে।
Google Play Store
শুধু লেখালিখি বা ভিডিও নয়, অ্যাপ ডেভেলপমেন্ট জানলে সম্ভাবনার দরজা আরও বড় হয়। Google Play Store-এ আপনি নিজের অ্যাপ বা গেম আপলোড করতে পারেন। ইনকাম হতে পারে তিনভাবে, অ্যাপ বিক্রি করে, ইন-অ্যাপ পারচেজ থেকে ও বিজ্ঞাপন দেখিয়ে। আর যারা বিজ্ঞাপন দিয়ে আয় করতে চান, তাদের জন্য আছে Google AdMob। মোবাইল অ্যাপে বিজ্ঞাপন যোগ করে লাখো ডলার আয় করছেন অনেক ডেভেলপার।
Google Docs
তাছাড়া গুগলের প্রোডাক্টিভিটি টুল যেমন Docs বা Sheets ব্যবহারকারীদের জন্য আপনি নিজেই অ্যাড-অন বানিয়ে Google Workspace Marketplace-এ বিক্রি করতে পারেন। অফিস বা ব্যবসায়িক কাজের জন্য এসব টুলের প্রচুর চাহিদা রয়েছে, ফলে এটি একটি দীর্ঘমেয়াদী আয়ের উৎস হতে পারে।
Google Opinion Rewards
যদি সহজ কিছু চান, তবে Google Opinion Rewards অ্যাপ ব্যবহার করতে পারেন। এখানে সার্ভে পূরণ করলেই গুগল আপনাকে রিওয়ার্ড দেয়। যদিও এখানে বড় অঙ্কের ইনকাম হবে না, কিন্তু মোবাইল থেকে বাড়তি আয় করার সহজ উপায় এটি।
Google News
সবশেষে বলতে হয় Google News ও Discover এর কথা। আপনার যদি নিউজ ওয়েবসাইট থাকে, তবে গুগল থেকে সরাসরি ট্রাফিক পাওয়ার সুযোগ রয়েছে। আর এই ট্রাফিক থেকেই আসবে বিজ্ঞাপন, স্পন্সরড পোস্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ।
গুগল সব সময় চায় আপনি নিজের মেধা কাজে লাগিয়ে ক্রিয়েটিভ কিছু তৈরি করুন। তাই গুগল থেকে ইনকাম করতে হলে আপনাকে কিছুটা ক্রিয়েটিভ হতে হবে। শ্রম দিতে হবে, ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। কেবল তবেই আপনি গুগল এর বিভিন্ন প্লাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে ইনকাম সম্পর্কিত যেকোন সাহায্যের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।
Post Keywords: গুগল থেকে আয় করার উপায়, Google income tips in Bangla, গুগল থেকে টাকা আয়, অনলাইনে আয় করার উপায়, YouTube দিয়ে আয়, Google AdSense income, Blogger দিয়ে ইনকাম, Play Store দিয়ে আয়, AdMob earnings
0 মন্তব্যসমূহ