যে কোন লক প্রোফাইলের ছবি ডাউনলোড করুন

যে কোন লক প্রোফাইলের ছবি ডাউনলোড করুন




একাউন্টের নিরাপত্তা বাড়েতে ফেসবুক কোম্পানি প্রোফাইল লক করে রাখার একটা অপশন চালু করেছেন। একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইল লক করে রাখলে অপরিচিত কোন আইডি থেকে লক করা আইডির কোন তথ্যই দেখতে পাবে না। শুধু আংশিকভাবে প্রোফাইলের কিছু নির্দিষ্ট তথ্য দেখতে পাবে। আপনি যদি কারো লক করা ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে তাহলে তার প্রোফাইলে থাকা প্রোফাইল ফটো, কাভার ফটো খুলতে বা ডাউনলোড করতে পারবেন না। শুধু তাই নয় লক করা ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটও নেয়া যায় না।







তবে আমি আজকে আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিবো যে ট্রিক্স ব্যবহার করে আপনি যেকোন লক করা ফেসবুক প্রোফাইলের প্রোফাইল ফটো এবং কাভার ফটো সহজে দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। সবাইকে অনুরোধ করবো এধরনের ট্রিক্স কখনই অসৎ উদ্দেশ্য বা খারাপ কাজে ব্যবহার করবেন না। করলে আপনি নিজেরই এর দায়ভার নিবেন।






তাহলে চলুন দেখি কিভাবে ফেসবুক লক করা প্রোফাইলে ছবি এবং কাভার ফটো দেখবেন এবং ডাউনলোড করবেন।

☞ প্রথমে আপনার ফেসবুক এপ্লিকেশনে প্রবেশ করুন।
☞ যার প্রোফাইল ফটো দেখবেন বা ডাউনলোড করবেন ফেসবুক সার্চ বক্সে তার নাম লিখুন।
☞ এবার সেই প্রোফাইলে প্রবেশ করুন
☞ কাংখিত প্রোফাইলে যাওয়ার পর Add friend এবং Messenger এর পর (...) মেনু পাবেন।
☞ এখানে ক্লিক করে সেই প্রোফাইলের লিংক কপি করুন।
☞ করার পর আপনার মোবাইলের যেকোন একটা ব্রাউসারের এড্রেস বারে লিংক পেষ্ট করুন।
☞ এবার সেই লিংক থেকে www মুছে এর পরিবর্তে mbasic লিখে go তে প্রেস করুন
  ☞ এখন সেই প্রোফাইল আসবে। কিন্তু এবার আপই
নি প্রোফাইল ফটোতে টাচ করে ধরে রাখলে কয়েকটা অপশন আসবে। যেখানে View  Image, Download image অপশন থাকবে। ঠিক একই ভাবে কাভার ফটোতে টাচ করে ধরে রাখলেও একই অপশন আসবে। ছবি গ্যালারিতে সেভ করুন।

ভিডিওঃ



এভাবে আপনি চাইলে যেকোন লক করা ফেকবুক  প্রোফাইলের ছবি এবং কাভার ফটো গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন।

Follow me on:
Instagram: Youtube Explainer

Subscribe My YouTube channel:

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
https://www.facebook.com/mdshaokat.ali