মাইক্রোজব সাইট থেকে দৈনিক 3$-4$ ডলার আয় করুন

মাইক্রোজব সাইট থেকে দৈনিক 3$-4$ ডলার আয় করুন



আসসালামু আলাইকুম, আজকে নতুন আরও একটি বাংলাদেশি মাইক্রোজব সাইট নিয়ে কথা বলবো। এই সাইটে কাজ করে দৈনিক 3$-4$ ডলার ইনকাম করা সম্ভব। নতুন কথাটি শুনে অনেকে হয়তো নিরুৎসাহিত হতে পারেন তবে আমি বলছি বাংলাদেশে যেসব নতুন মাইক্রোজব সাইটগুলু ইনকামের সুযোগ করে দিচ্ছে সত্যিকার অর্থে নিয়মত কাজ করলে এসব মাইক্রোজব সাইট থেকে আয় করা সম্ভব।

এই সাইটে শুধু মাইক্রোজব করে আয় করা যায় তা নয়, এখান থেকে ফ্রিলান্সার হিসেবে ইনকাম করা যায়। কারও যদি কোন একটা বিষয়ে স্কিল থাকে যেমন-ভিডিও এডিটিং, ট্রান্সলেশন, এনিমেশন, ডিজিয়াল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। নির্দিষ্ট স্কিলের উপর ভিত্তি করে GIG বানিয়ে কাজের দাম নির্ধারন করে পোষ্ট করা যায়।

আর এসব কাজের বর্তমানে অনেক চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী ফ্রিলান্সার কম হওয়ায় কাজ পাওয়ার সম্ভবনা অনেক। যদি ফ্রিলান্সার হিসেবে কাজ করা যায় তাহলে প্রতিদিন 10$-20$ আয় করা কোন বেপার না। তবে দক্ষতা থাকতে হবে। দক্ষতা অনুযায়ী সুন্দর করে গিগ সাজাতে হবে। এমন ভবে গিগ তৈরি করতে হবে যেনো বায়ার গিগ থেকে আকৃষ্ট হয় এবং অর্ডার দিতে বাধ্য হয়।

তবে দক্ষতা না থাকলে ছোট ছোট কাজ করুন যা মাইক্রোজব নামে পরিচিত। মাইক্রোজবে ইনকাম হয়তো কম তবে সময় বেশি দিকে ইনকাম অবশ্যই বেশি হবে। এছাড়া এই সাইট থেকে ক্যাপচা পুরন করেও ইনকাম করা যায়। রয়েছে রেফার বোনাস। আপনার রেফারেলে কেউ সাইন আপ করে কাজ করলে কমিশন পাবেন। সাইটটিতে কিভাবে সাইন আপ করতে হবে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে টাকা উইথড্র করতে হবে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওর পিন কমেন্টে দেয়া লিংকে ক্লিক করে সাইন আপ করুন ও ইনকাম শুরু করুন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Youtube Channel Image
Android Teacher ইনকাম ভিডিও দেখুন
Subscribe