ভাইরাল AI ভিডিও টপিক ২০২৫ | Viral AI Video Topic 2025 | androidteacher247

AI দিয়ে ভাইরাল ভিডিও এডিটিং

AI দিয়ে একটি ক্রিয়েটিভ টাইপ সর্ট ভিডিও বানালেই ইউটিউবে দ্রুত ভাইরাল হওয়া যায়। আজ তেমনই একটি ভাইরলা সর্ট টপিক শিখিয়ে দিবো। এই টপিকে সর্ট ভিডিও বানিয়ে এক মাসে ১ লক্ষ সাবস্ক্রাইবার ও ৭ দিনে মনিটাইজেশন পাওয়া যাবে। 


Unlimited AI video make.


টপিক আইডিয়া

একটি মাঠে বিশাল আকৃতির কোন প্রাণী দাঁড়িয়ে আছে। প্রানীটির শরীরে শত শত বিভিন্ন রঙের বেলুন। দেখেত খুবই সুন্দর ও আকর্ষনীর। মূহুর্তেই প্রাণীর শরীর থেকে সকল বেলুম ঝড়ে গেলো। আর ভেতর থেকে আসল প্রাণী বেড়িয়ে এসেছে।


✅ উদাহরণ প্রম্পট

"A giant fantasy creature made entirely of colorful balloons, with five or more bright colors like pink, orange, purple, blue, and yellow. The creature is standing on a grassy field, with a playful and surreal design — rounded shapes, expressive eyes, and soft balloon-like texture. Pixar-style, cinematic lighting."


এখানে কোথাও প্রাণীর নাম নেই, কিন্তু দর্শকের মনোযোগ আকর্ষণ করার মতো কল্পনাপ্রসূত প্রাণী তৈরি হয়েছে।



ইমেজ তৈরি করুন

উপরে দেয়া প্রমট কপি করে যেকোন ফ্রি AI ইমেজ টুল ব্যবহার করে ইমেজ জেনারেট করুন। যেহেতু প্রমটে কোন নির্দিষ্ট প্রাণীর নাম নেই তাই আপনি যে প্রাণীর ইমেজ জেনারেট করতে চান তাহলে (creature) এর পরিবর্তে ঐ প্রানীর নাম লিখে দিন, যেমন- Cat, Rat, Lion, Tiger ইত্যাদি।

AI Image tool: piclumen, leonardo ai.



ভিডিও তৈরি করুন

AI ইমেজ তৈরি করা হলে ভিডিও জেনারেট করতে হবে। এজন্য পূনরায় ChatGPT তে গিয়ে সেম ইমেজের জন্য ভিডিও প্রমট জেনারেট করতে হবে। যেমন ভিডিও তৈরি করতে চান ChatGPT-কে আইডিয়া কমান্ড দিতে হবে। আইডিয়া কমান্ড থেকে ChatGPT ভিডিও প্রমট তৈরি করে দিবে। প্রমট কপি করে ভিডিও জেনারেট করতে হবে।

AI Video tools: magi sand ai, klingai.


যদি ভিডিওতে ওয়াটার মার্ক থাকে তবে ভিডিও সামান্য Crop করে নিতে হবে। তারপর ইউটিউব, ফেসবুক, টিকটক সহ সকল সোস্যাল প্লাটফর্মে আপলোড করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ