ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে এখন ট্রেন্ডিং ভিডিও হচ্ছে Earth Zoom in/Zoom Out AI ভিডিও। এধরনের AI ভিডিওতে লক্ষ ভিউস হচ্ছে। অনেক ক্রিয়েটর তাদের চ্যানেল/পেজ এসব ট্রেন্ডিং ভিডিও বানিয়ে দ্রুত ভাইরাল করে নিচ্ছে। আপনিও চাইলে এমন ভিডিও তৈরি করতে পারে ফ্রি AI টুল ব্যবহার করে।
সর্ব প্রথম আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক পোষ্টে শেষে দেয়া হবে। লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন। এবার আপনার Google Account দিয়ে সাইন আপ করুন। কোন ইমেইল ভেরিফিকেশনের ঝামেলা নেই। যদি ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয় তাহলে VPN কানেক্ট করে দিবে।
সাইন আপ করা হয়ে গেলে আপনি প্রচুর AI ভিডিও পেয়ে যাবেন। আপনি যে effect এর ভিডিও তৈরি করতে চান ঐ effect এর উপর ক্লিক করুন। যেহেতু আপনি যুম আউট ভিডিও তৈরি করবেন তাই একটু নিচে স্ক্রল করলে Zoom effect পেয়ে যাবেন ক্লিক করুন। এবার Default ভাবে দেয়া ছবিটি রিমুভ করুন। তারপর ইমেজ আইকনে ক্লিক করে যে ছবি দিয়ে Zoom Out effect ভিডিও বানাতে চান ছবিটি ক্লিক করুন। যদি আপনার কাছে ফুল বডি ইমেজ থাকে তাহলে অনেক ভাল রেসাল্ট পাবেন।
এখন জেনারেট অপশনে ক্লিক করুন। মনে রাখবেন আপনাকে কোন প্রমট দিতে হবে। ওয়েবসাইট প্রত্যেক ভিডিওর জন্য Default যে Prompt দেয়া আছে তাতে কোন পরিবর্তন করবেন না। এবার ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। রেসাল্ট কেমন এসেছে তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভিডিও জেনারেট করতে নিচে দেয়া বাটনে ক্লিক করুন
0 মন্তব্যসমূহ